নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : বৃহস্পতিবার থেকে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বিদেশমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বিদেশমন্ত্রীদের এই বৈঠকে যোগ দিতে বুধবার গোয়া পৌঁছেছেন।ভারত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বর্তমান সভাপতি। এসসিও ২০০১ সালে সাংহাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। এসসিও বর্তমানে আটটি সদস্য দেশ রয়েছে – ভারত, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং, রাশিয়ার সের্গেই ল্যাভরভ এবং পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো-জারদারি অন্যান্য নেতাদের মধ্যে বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, বিদেশমন্ত্রী ডাঃ জয়শঙ্কর এই সময়ে চিন ও রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন। বৈঠকের একদিন আগে প্রস্তুতির খতিয়ে দেখতে গোয়ায় এসেছেন বিদেশমন্ত্রী। আগামীকাল অন্যান্য দেশের প্রতিনিধি দল এখানে পৌঁছাবে।