পাথারকা‌ন্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধ পরিদর্শন বিভাগীয় মন্ত্রী পীযূষের


পাথারকা‌ন্দি (অসম), ৩ মে (হি.স.) : পূৰ্ব নির্ধা‌রিত সূচি অনুযায়ী আজ বুধবার রাজ্যের জলসম্পদ দফতর তথা ক‌রিমগঞ্জ জেলার অভিবাবক মন্ত্রী পীযূষ হাজরিকা পাথারকান্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধের বর্তমান পরিস্থিতি স‌রেজ‌মি‌নে খ‌তি‌য়ে দে‌খে গে‌লেন। সঙ্গে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা।

এদিন মন্ত্রী প্রথমে শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে সোজা চলে যান হাইলাকান্দি‌তে। সেখান থে‌কে পৌছেন রাতাবাড়িতে। সেখানকার নির্ধা‌রিত স্থানসমুহ প‌রিদর্শন ‌শেষে বিভাগীয় কর্মী ও প্রশাস‌নের সা‌থে পর্যালোচনা সভা শেষ ক‌রে সড়কপ‌থে মন্ত্রী পাথারকা‌ন্দি‌র উদ্দে‌শ্যে রওয়ানা হন। দোহা‌লিয়া থে‌কে তাঁকে বাইক মিছল করে নি‌য়ে আসা হয় পাথারকা‌ন্দি‌তে।

এখানে তি‌নি স্থানীয় তাপাদারপাড়ার লঙ্গাই নদীর ভাঙা বাঁধ সরেজমিনে পরিদর্শন করে চলে আসেন পাথারকান্দি মুণ্ডমলায় অবস্থিত বিজেপির মণ্ডল কার্যালয়ে। সেখানে তাঁকে দলীয় কর্মীরা উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মন্ত্রী হাজরিকা জানান, শীঘ্রই পাথারকা‌ন্দির প্রতি‌টি নদীবাঁধের কাজ সম্পন্ন হ‌বে। প‌রে তি‌নি সোজা চ‌লে যান ক‌রিমগ‌ঞ্জে।

এদিন মন্ত্রীর সলগই‌য়ে যাওয়ার কথা থাক‌লেও সম‌য়ের স্বল্পতা ও আবহাওয়া খারাপ থাকায় তাঁর সলগই সফর বা‌তিল করা হয়।

উল্লেখ্য, তাপাদারপাড়ার নদীবাঁধটি দ্বিতীয়বা‌রের মতো পরিদর্শন করে গেলেন বিভাগীয় মন্ত্রী। তার আগে একবার বাঁধ‌টি প‌রিদর্শন ক‌রে যান জনস্বাস্থ্যক ও কা‌রিগ‌রি বিভা‌গের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। ‌কিন্তু রহস্যাজনকভা‌বে আজও বাঁধ‌টির সি‌কিভাগ কাজ সম্পূর্ণ হয়‌নি।