ওয়াশিন্তন, ২ মে (হি.স.) : আমেরিকায় যাওয়ার জন্য আর বাধ্যতামূলক নয় করোনা টিকা । শীঘ্রই আমেরিকা যেতে ইচ্ছুক বিদেশি ভ্রমণকারীদের করোনার টিকা নেওয়ার প্রয়োজনীয়তার বিধি শেষ হতে যাচ্ছে। সোমবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই ঘোষণা করেছে। সোমবার হোয়াইট হাউজ বলেছে, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি ১১ মে শেষ হবে। একই দিন আমেরিকায় করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে।
এই খবরকে স্বাগত জানিয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে বলা হয়, এই বিধিনিষেধ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। আমেরিকার ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান এক বিবৃতিতে বলেন, টিকার বাধ্যবাধকতা নিয়ে আজকের পদক্ষেপের ফলে বৈশ্বিক ভ্রমণকারীদের জন্য বাধা মুছে যাবে। এই পদক্ষেপ আমাদের খাত ও শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।
করোনা মহামারির কারণে আমেরিকা সরকার নানা বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে। এবার বিদেশি ভ্রমণকারীদের টিকার বাধ্যবাধকতার সঙ্গে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হচ্ছে।