নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ ক্রেতাদেরকে সচেতন করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অভিযান৷ জন প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতাদেরকে সচেতন করার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে৷
আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, এলাকার কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা৷ সদর মহকুমা শাসক অরূপ দেব জানান রাজ্য সরকার চাইছে জন প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতাদের সচেতন করতে৷ তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা পুর নিগম এলাকায় প্রথম বারের মতো ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে৷ পর্যায়ক্রমে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের সচেতনতা মূলক আলোচনা সভা করা হবে বলে জানান তিনি৷
2023-05-02

