পাচা‌রের মু‌খে চেরা সেগুন কাঠ বোজাই অ‌টো জব্দ বাজা‌রিছড়া পু‌লি‌শের হা‌তে

করিমগঞ্জ (অসম), ২ মে (হি.স.) : পাচা‌রের মু‌খে চেরা সেগুন কাঠ বোজাই এক‌টি যাত্রীবা‌হি অ‌টো রিক্সা আটক করল বাজা‌রিছড়া পু‌লিশ। ত‌বে এ কা‌ন্ডে চালক না‌কি পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হ‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

জানা গে‌ছে মঙ্গলবার দুপু‌রে এএস-১০এসি-৭৪৮৬নম্ব‌রের এক‌টি অ‌টো‌তে চেরা সেগুন কাঠ ভ‌র্তি ক‌রে চালক বাজা‌রিছড়া থে‌কে পাথারকা‌ন্দির উ‌দ্যেশ্যে রওয়ানা হয়।তখন সলগই এলাকায় হাইও‌য়ে ডিউ‌টি‌তে থাকা কর্তব‌্যরত পু‌লিশ গা‌ড়ি‌টি‌কে সিগন‌্যাল দি‌লে চালকঅি‌বস্থা বেগ‌তিক দে‌খে সড়‌কের পা‌শে গা‌ড়ি রে‌খে গা ঢাকা দেয়।উক্ত গা‌ড়ি‌ থে‌কে উন‌ত্রিশ টুক‌রো চেরা সেগুন কা‌ঠের তক্তা উদ্ধার হয়।যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক ত্রিশ হাজার টাকার মত হ‌বে।প‌রে কাঠ সহ গা‌ড়ি‌টি লোয়াইর‌পোয়া বন বিভা‌গের হা‌তে সম‌ঝে দেয় পু‌লিশ। বর্তমা‌নে কাঠ বোজাই অ‌টো‌টি বন বিভাগ কার্যাল‌য়ের হেফাজ‌তে র‌য়ে‌ছে।