BRAKING NEWS

দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন

কলকাতা, ১ মে (হি. স.) : দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, “গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন। দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন।”

রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে বিচারপতির মন্তব্য, ’‘ডিএম-এসপির উপর এতটাই ভরসা যে রিপোর্ট চেয়েই দায়িত্ব শেষ! ২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ছিল, সেই সময় কি করেছে রাজ্য কমিশন?’’। রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, ”জাতীয় মানবাধিকার কমিশন লোক পাঠিয়ে একাধিক রিপোর্ট তৈরি করেছে। সে রিপোর্ট নিয়ে যতই বিতর্ক হোক, তবুও তারা করেছে, আপনারা কী করেছেন?’’। প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে গুলিতে খুন হন দাড়িভিটের ২ ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *