BRAKING NEWS

সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ কাশীপুরে

কলকাতা, ১ মে (হি. স.) : মে দিবসে সিপিআইএম পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে দমদম সেভেন ট্যাংক এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে সিপিএম এলাকায় একটি বন্ধ পার্টি অফিস দখল নিতে যান সিপিআইএম কর্মীরা। পার্টি অফিসটি রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল দখলে নেয়।

ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, মে দিবস উপলক্ষে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে দলীয় দফতর পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে পৌছয় সিঁথি থানার পুলিশ।

তৃণমূলের দফতরটি দখল করতে কাশীপুর বেলগাছিয়া ৩ নম্বর এরিয়া কমিটির সদস্যরা যান। বামেদের অভিযোগ, ২০১৬ সালে সিপিএমের হাত থেকে অফিসটি তৃণমূল দখল করে নেয়। এদিন মে দিবস উদযাপনের সেই অফিসই ‘পুনর্দখল’ করতে এসেছিলেন এরিয়া কমিটির সদস্যরা। এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়েই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর অনুগামীরা সেখানে পৌঁছে যান। আসেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের অনুগামীরাও। অভিযোগ, দু’তরফের অনুগামীরা একত্রিত হয়েই বাম কর্মী-সমর্থকদের মারধর করে। শুধু তাই নয়। এলাকার একসময়ে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, দুলাল বন্দ্যোপাধ্যায়কেও মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকাস্থলে বামেদের আনা হোর্ডিং পড়ে থাকতে দেখা যায়। যদিও তৃণমূলের দাবি, তাদের কর্মী-সমর্থকদের উপরই মারধর চালিয়েছেন বাম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *