বেঙ্গালুরু, ১ মে (হি.স.): বিজেপি মানুষের প্রয়োজনের যত্ন নিচ্ছে, লোভ নয়। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার জে পি নাড্ডা কর্ণাটক বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তেহার প্রকাশ করেছেন। ইস্তেহারে দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলিকে দুধ, ৫ কেজি শ্রীঅন্ন বা মিলেট এবং বছরে ৩টি রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডে অটল আহার কেন্দ্র থেকে স্বল্পমুল্যে উন্নতমানের স্বাস্থ্যকর খাদ্যপ্রদান, বিশ্বেশ্বর বিদ্যা যোজনায় সরকারি বিদ্যালয়গুলির মানোন্নয়ন ঘটানো এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নে আরোগ্য প্রকল্পের ঘোষণা রয়েছে এই ইস্তেহারে।
ইস্তেহার প্রকাশ করার পর নাড্ডা বলেছেন, “কর্ণাটকের জন্য এই ইস্তেহার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে প্রণয়ন করা হয়নি বরং যথাযথ অনুশীলন করা হয়েছে; আমাদের কর্মীরা প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায় করেছেন। ইস্তেহার তৈরি হওয়ার আগে রাজ্যের প্রতিটি প্রান্ত ঘুরে দেখে পরামর্শ নিয়েছেন এবং লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছেন।” সিদ্দারামাইয়া সরকারের নিন্দা করে নাড্ডা বলেছেন, “সিদ্দারামাইয়ার সরকার ছিল একেবারে রিভার্স গিয়ার সরকার; এই সরকার প্রাকৃতিক সম্পদ লুট করেছে, অপরাধী ও অসামাজিক উপাদানগুলিকে বিভোর হতে দিয়েছে এবং সমাজের একটি নির্দিষ্ট অংশকে সন্তুষ্ট করছে, শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্ক সুসংহত করার জন্য!”