কাছাড় জেলার রুকনি চা বাগানে উদ্ধার অজগর

ধলাই (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানাধীন রুকনি চা বাগান থেকে আজ রবিবার বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

হঠাৎ দিনদুপুরে গভীর জঙ্গল থেকে লোকালয়ে অজগর সাপটি ঢুকে পড়ায় জনমনে আতঙ্ক ছড়ায়। খবর চাউর হলে কৌতূহলি জনতার ভিড় জমে। এরই মধ্যে দুই সাহসী যুবক মিলে প্রায় ১১ ফুট লম্বা অজগরটিকে বস্তাবন্দি করে খবর দেন বন দফতরে।

খবর পেয়ে সোনাই রেঞ্জ ফরেস্ট অফিস এবং মনিয়ারখাল বিট অফিসের বনকর্মীরা রুকনি বাগানে ছুটে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধারকৃত অজগরকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জনৈক বন কর্মী।