পেস বোলার অন্বেষণ ক্যাম্প সম্পন্ন বাছাইকৃতদের নাম ঘোষণার পালা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। টিসিএ-র পেস বোলার অন্বেষণ ক্যাম্প শেষ হয়েছে। এখন বাছাইকৃতদের নাম ঘোষণার পালা। যারা নির্বাচিত হবেন তাদেরকে আবার বিশেষ ক্যাম্পে ডাকা হবে। রাজ্য দল গঠনের ক্ষেত্রে সম্ভাব্যদের ট্রায়াল ক্যাম্পে ডেকে পুনরায় কোচ, ট্রেইনাররা পরখ করে দেখে নেবেন। ইতোমধ্যে পেস বোলার অন্বেষণের কাজ শেষ করে এখন টিসিএ আগামী ৩মে থেকে ব্যস্ত হবে স্পিন বোলার অন্বেষণের কাজে। ২৬ ও ২৭ এপ্রিল এখানকার এমবিবি স্টেডিয়ামে ও বাইখোরাই ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে যথাক্রমে পশ্চিম ও দক্ষিণ জোনালের ক্রিকেটাররা সামিল হয়েছিল। একইভাবে শনিবার ও আজ উত্তর জোনাল এবং সেন্ট্রাল জোনালের ক্রিকেটাররা যথাক্রমে ধর্মনগর ও আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে অন্বেষণ ক্যাম্পে উপস্থিত হয়েছিল। চার দিনের এই পেস বোলার অন্বেষণ ক্যাম্পে মোট ৩৫০ ক্রিকেটার উপস্থিত হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে ৩ ও ৫ মে-তে স্পিন বোলারদের জন্য অনুষ্ঠিতব্য অন্বেষণ ট্রায়াল ক্যাম্পেও একই রকম প্রচুর সংখ্যক ক্রিকেটার উপস্থিত হবে। এ বিষয়ে পুরোদমে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ এবং যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায় দেখভাল করছেন। স্পটার এবং কোচ-রাও নিজ নিজ দায়িত্ব পালন করছেন। ক্রিকেটের মান উন্নয়ন ও প্রসারে টিসিএর বর্তমান কমিটির এই উদ্যোগ নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য।