স্বামীকে গ্রেফতার করতে আসা এসআই’র সাথে স্ত্রীর ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ স্বামীকে গ্রেফতার করতে আসা এসআই’র সাথে স্ত্রীর ধস্তাধস্তি৷ ঘটনা বিশালগড় ঘনিয়ামারায়৷ বিশালগড় ঘনিয়ামারার এক অভিযুক্ত তথা কংগ্রেস কর্মী টিটু আহম্মেদকে গ্রেফতার করতে যায় পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিকের সামনেই বিশালগড় থানার সাব ইনস্পেক্টর মৃদুল মজুমদারের ধস্তাধস্তি করে টিটুর স্ত্রী৷ কারণ স্বামীকে খুঁজে না পেয়ে তার স্ত্রীর মোবাইল কেড়ে নেয় পুলিশ৷ বাড়ির সিসি ক্যামেরাও বাজেয়াপ্ত করে৷ বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস কর্মী টিটু আহম্মেদের বিরুদ্ধে একাধিক মামলা হয়৷