রাজ্যে ১৫১৫টি স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনবেন ত্রিপুরাবাসী

আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব অনুষ্ঠিত হবে। সারা দেশের সাথে ত্রিপুরাতেও ওই অনুষ্ঠান পালনের আয়োজন করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ১৫১৫টি স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনবেন রাজ্যবাসী। এদিকে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে দেশের সমস্ত রাজভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত ১০০ তম পর্ব সরাসরি শুনার আয়োজন করা হয়েছে। ত্রিপুরায় রাজ ভবনেও একই আয়োজন করা হয়েছে।

এদিন তিনি বলেন, মন কি বাত অনুষ্ঠানের শততম পর্বকে সারা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি সরকার ও দলের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোটা ত্রিপুরায় আগামীকাল ১৫১৫টি স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাতের পর্বটি শোনা হবে। এদিন তিনি ত্রিপুরার আপামর জনগণের কাছে প্রধানমন্ত্রীর মন কি বাতের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও সম্প্রচার ‘মন কি বাত’ ১০০-তম পর্ব উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশের সমস্ত রাজ ভবনে ৩০ এপ্রিল এই অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং করার আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই উদ্যোগের ধারা ক্রমে আগরতলায় রাজ ভবনেও ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বের চলমান প্রদর্শনী বা লাইভ স্ক্রিনিং করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তত্ত্বাবধানে আগরতলা মিডিয়া ইউনিট জনপ্রিয় এই রেডিও অনুষ্ঠানের বিশেষ স্ক্রিনিং করতে আয়োজন করছে।

ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য মুখ্য অতিথি রূপে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত ব্যক্তিগণ এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও এই রাজ্য থেকে যে সমস্ত ব্যক্তিদের কাজ পূর্বেকার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রশংসিত হয়েছে এমন পাঁচ জনকে ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের বিশেষ চলমান প্রদর্শনী প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ অক্টোবর শুক্রবার পবিত্র বিজয়া দশমী উপলক্ষে অল ইন্ডিয়া রেডিও (এআইআর)-এর মাধ্যমে প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর প্রথম পর্বের সম্প্রচার করা হয়েছিল। ২০১৫ সালের এপ্রিল থেকে মন কি বাত মাসিক রেডিও অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচার করা হচ্ছে এবং তার সাম্প্রতিকতম সম্প্রচার ৯৯-তম পর্ব উপস্থাপন করা হয়েছিল গত ২৬ শে মার্চ। মন কি বাত-এর প্রথম পর্বের সময়কাল ছিল ১৪ মিনিটের, যা দ্বিতীয় পর্বে বেড়ে হয় ১৯ মিনিট এবং ২৬ মিনিট হয় তৃতীয় পর্বটি। ৪র্থ-পর্ব থেকে প্রতি পর্বের সময়কাল চলতে থাকে ৩০ মিনিট করে।

প্রাথমিকভাবে, সম্প্রচার ছিল শুধুমাত্র হিন্দি ভাষায় এবং ২০১৬ সালের ৩১ জানুয়ারি থেকে পর্যায় ক্রমে ইংরেজি সংস্করণ এবং ২০১৭ সালের ২৮ মে থেকে সংস্কৃত সংস্করণ শুরু হয়েছে। বর্তমানে, ২২-টি ভারতীয় ভাষা ও ইংরেজি সহ ২৩-টি ভাষায়, ২৯-টি উপভাষা (২৫-টি উত্তর পূর্বের এবং ৪-টি ছত্তিশগড় থেকে) এবং ১১-টি বিদেশী ভাষায় মন কি বাত সম্প্রচার করা হচ্ছে।

ভারতীয় ভাষাগুলির মধ্যে রয়েছে হিন্দি, সংস্কৃত, পাঞ্জাবি, তামিল, তেলেগু, কানাড়া, মারাঠি, গুজরাটি, মালয়ালম, ওড়িয়া, কোঙ্কানি, নেপালি, কাশ্মিরি, ডোগরি, মণিপুরি, মৈথিলি, বাংলা, অসমিয়া, বোড়ো, সাঁওতালি, উর্দু এবং সিন্ধি। উপভাষাগুলি হল ছত্তিশগড়ি, গোন্ডি, হালবি, সারগুজিয়া, পাহাড়ি, শিনা, গোজরি, বালটি, লাদাখি, কার্বি, খাসি, জয়ন্তিয়া, গারো, নাগামিজ, মার, পাইতে, থাদৌ, কাবুই, মাও, তাংখুল, নিয়েইসি, আদি, মোনপা, আও, অঙ্গাঁমি, ককবরক, মিজো, লেপচা এবং সিকিমিজ(ভুটিয়া)।

বিদেশী ভাষা সমূহ ফরাসি, চিনা, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বার্মিজ, বালুচি, আরবি, পস্তু, পারসিয়ান, দারি এবং সাওয়াহিলি-তে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ৭০০ ব্যক্তি এবং প্রায় ৩০০ সংগঠনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে ৩৭ জন ব্যক্তি এবং ১০-টি সংগঠন বৈদেশিক বিভিন্ন দেশ থেকে যথারীতি।

এদিন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ রাজ ভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনবেন। এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সোনামুড়া টাউন হলে, সাংসদ রেবতী ত্রিপুরা আমবাসা টাউন হলে, সাংসদ বিপ্লব কুমার দেব শান্তিরবাজার টাউন হলে উপস্থিত থাকবেন। তিনি উদয়পুর টাউন হলে মন কি বাত পর্ব শুনবেন।