মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সিটি সেন্টারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷   মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী মহিলা কুস্তিগীরদের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে৷ দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়ে শনিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ থেকে আওয়াজ তোলা হয়েছে অবিলম্বে কুস্তিগীরদের যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং অভিযুক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে৷