নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডের উন্নয়নে এসি ওয়েলফেয়ার দপ্তর থেকে ৫০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ বর্তমান সরকার ও পুর নিগম আগরতলা পুর এলাকার উন্নয়নে বদ্ধ পরিকর৷ বিগত নির্বাচনের আগেই নিগমের বর্তমান চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে নিগম এলাকার উন্নয়নে যাবতীয় প্রয়াস গ্রহণ করবেন৷ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ রাজ্য সরকারের এস সি ওয়েলফেয়ার দপ্তর থেকে পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডের উন্নয়নে ৫০ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে৷ পরিকাঠামো উন্নয়ন সহ এলাকার সার্বিক কল্যাণে এই টাকা ব্যয় করা হবে৷ রাস্তাঘাট , অঙ্গনওয়াড়ি কেন্দ্র লেট্রিনসহ বিভিন্ন জায়গা সংস্কার করা হবে৷ আগরতলা পুরো নিগমের মেয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শনিবার ৩৫ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন৷ বিশেষ করে ৩৫ নং ওয়ার্ডের রবিদাস পাড়ার উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র৷ শীঘ্রই এই এলাকার উন্নয়নের কাজ শুরু হবে৷ এলাকা পরিদর্শনকালে এদিন মেয়র দীপক মজুমদার পাশাপাশি উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কর্পোরেট তুষারকান্তি ভট্টাচার্য মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্য আধিকারিকরা৷
2023-04-29

