ক্যানিং, ২৯ এপ্রিল (হি. স.) : জমি নিয়ে প্রতিবেশীর সাথে মারামারির ঘটনায় ক্যানিংয়ের থুমকাঠি গ্রাম থেকে গ্রেফতার হলেন দুপক্ষের দুজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ক্যানিংয়ের থুমকাঠি গ্রাম থেকে শুক্রবার রাতেই সমীর সর্দার ও রঞ্জিত সর্দার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃত দুজনকেই শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
অন্যদিকে, জমি নিয়ে প্রতিবেশীর সাথে মারামারির অভিযোগে দুজনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের গোপালপুর এলাকা থেকে জুলফিকার ঘরামী ও আব্দুল ঘরামী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। এঁদেরকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।