নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আগরতলা ইন্দ্রনগর নিবাসী সোমা রায় ও শম্ভু রায়ের একমাত্র ছেলে শুভ্রজিৎ রায়৷ শুভ্রজিৎ তার পাঁচ বছর বয়স থেকে রক্তঘটিত বিরল রোগে আক্রান্ত৷ মা-বাবার পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় চালানো সম্ভব হচ্ছিল না৷ ছেলের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে এক রাশ আশা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে সাক্ষাত করেন৷ মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন৷
পুত্রবধূকে সাথে নিয়ে মানিক দেব আজ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেন৷ কিছুদিন পূর্বে তার ছেলে প্রয়াত হয়েছে৷ সদ্য বিধবা পুত্রবধূর ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রীর সাথে তিনি সাক্ষাত করেন৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বিধবা মহিলার সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনগণ মুখ্যমন্ত্রী ডাঃ সাহার সাথে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগের কথা শুনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন৷ জনসাধারণের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসুু৷