ভোপাল, ২৯ এপ্রিল (হি.স.) আজ শনিবার সারা দেশে পালিত হচ্ছে সীতানবমী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সীতানবমী উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং রাজ্যের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
মুখ্যমন্ত্রী চৌহান টুইট করে তাঁর বার্তায় লিখেছেন, শ্রী জানকী রামভায়ন নমঃ। জনক নন্দিনী, মা সীতাজীর জন্মবার্ষিকী “সীতা নবমী” উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা। জানকী মাইয়া আপনাদের সকলের মঙ্গল করুক, সকলের ঘরে সুখ, সমৃদ্ধি আসুক, এটাই কামনা করি।
বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমীতে সীতা নবমী পালিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যদি কোনও পুরুষ বা মহিলা মা সীতার পূজা করেন তবে তার সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। কথিত আছে যে এই দিনে মা সীতা মধ্যযুগে পুষ্য নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণেই এই দিনে সীতা নবমী পালিত হয়।

