BRAKING NEWS

বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন রাজ্যে স্থাপিত হবে সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  অদূর ভবিষ্যতে রাজ্যে স্থাপিত হবে সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি৷ মে মাসের প্রথম দিকে এই ইউনিভার্সিটি স্থাপনের শিলান্যাস সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা ও ভেটেরিনারি কাউন্সিল অব ইণ্ডিয়ার সদস্যদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হবে৷ আজ ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল আয়োজিত ২৩তম বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানান প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র ও অধিকর্তা ডা. কে শশীকুমার, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. চিন্টু দেববর্মা উপস্থিত ছিলেন৷
প্রাণী চিকিৎসায় বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভক্তি এই ভাবনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস বলেন, প্রাণী চিকিৎসকরা অধ্যাবসায়, অনুভূতি ও সংবেদনশীলতা নিয়ে প্রাণীকূলের চিকিৎসা করে থাকেন৷ তাই তাদের কাজ সাধারণ চিকিৎসার পেশা থেকে কিছুটা ভিন্ন৷ তিনি বলেন, ভারতবর্ষের জিডিপিতে ক’ষি ও পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ রাজ্যে পশুপালন ক্ষেত্রের বিকাশের মাধ্যমে একদিকে যেমন বেকারত্বের হার হাস করা সম্ভব পাশাপাশি রাজ্যে দুধ, ডিম, মাংসের যে ঘাটতি রয়েছে তাও দূর করা সম্ভব৷ তিনি ড. বি আর আম্বেদকরের উদ্ধ’তি দিয়ে বলেন, ’জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহৎ হওয়া উচিত’৷ এই সম্পর্কে তিনি বলেন, দপ্তরের উন্নয়নমূলক কাজগুলি সময়ে সময়ে মাঠে গিয়ে পরিদর্শন করতে হবে৷ প্রত্যেক তিন মাস অন্তর অন্তর উন্নয়নমূলক কাজগুলি পর্যালোচনা করতে হবে৷ অর্থাৎ কথার সাথে উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে যাতে কোনও ফারাক না থাকে তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপকে বাস্তবায়িত করতে হলে সিস্টেমের সাথে জড়িত প্রত্যেককেই সততা, বিশ্বস্ততা ও কর্তব্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে দপ্তরের অধিকর্তা ডা. কে শশীকুমার বলেন, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলে ৪৬০ জন প্রাণী চিকিৎসক নথিভুক্ত রয়েছেন৷ প্রাণী চিকিৎসকরা গ্রামীণ ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. বিল দেববর্মা৷ অনুষ্ঠান উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক, রাজ্যের বিভিন্ন স্থানের প্রাণী চিকিৎসকগণ সহ ইন্টার্নগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দিনটির তাৎপর্য নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *