নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): দেখতে দেখতে শততম পর্বের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন-কি-বাত অনুষ্ঠান। রবিবার বেলা এগারোটা নাগাদ মন-কি-বাত অনুষ্ঠানের ১০০-তম পর্বে দেশবাসীর সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনন-কি-বাতের শততম পর্বের প্রাক্কালে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
শনিবার এক টুইট-বার্তায় বিল গেটস জানিয়েছেন, “মন কি বাত অনুষ্ঠান স্যানিটেশন, স্বাস্থ্য, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলির সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ে পদক্ষেপের ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। ১০০-তম পর্বে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

