BRAKING NEWS

মণিপুরে স্পোর্টস কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে সরকার : মুখ্যমন্ত্রী বীরেন

ইমফল, ২৮ এপ্রিল (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় স্পোর্টস কমপ্লেক্সে তাঁর কার্যক্রমস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী নংথমবাং বীরেন সিং।

চূড়াচাঁদপুরের পিটি স্পোর্টস কমপ্লেক্সের নিউ লামকায় আজ ২৮ এপ্ৰিল মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিঙের প্রস্তাবিত ওপেন জিম উদ্বোধন করার কথা ছিল। কিন্তু গতকাল বৃহবস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আংশিকভাবে পুড়িয়ে দিয়েছে উদ্বোধনী সভাস্থল। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পুলিশকে একসময় কাঁদানে গ্যাস ছুড়ে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করেছে।

এদিকে গতকাল মধ্যরাত থেকে জেলা ম্যাজিস্ট্রেট জারি করেছেন সিআরপিসির ১৪৪ ধারা। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

গতরাতে সংগঠিত নাশকতা সম্পর্কে আজ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। যারা এভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘একংশ মানুষ মণিপুরের উন্নয়ন চায় না। উন্নয়ন-বিরোধী কার্যকলাপে জড়িতদের কোনও অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। এটা বিজেপি সরকারের দায়বদ্ধতা, আমার অঙ্গীকার।’

জানা গেছে, খুব শিগগির ওপেন জিমের উদ্বোধনী অনুষ্ঠান নিউ লামকার সদ্ভাবনা মণ্ডপে অনুষ্ঠিত হবে।

এদিকে, খ্ৰিষ্টান আদিবাসী উপজাতীয় নেতাদের সংগঠন ‘ইন্ডিজেনিয়াস ট্ৰাইবাল লিডারস্ ফোরাম’ (আইটিএলএফ) সরকারের ভূমি জরিপ এবং গির্জা ভাঙার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত চূড়াচাঁদপুর জেলা বনধ-এর ডাক দিয়েছিল। বনধ-এর প্রভাব ছিল মিশ্র। আজ বনধ-সমর্থক মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাত সদস্যকে আটক করেছে রাজ্য পুলিশ।

সংরক্ষিত বন / সুরক্ষিত বন / জলাভূমি / বন্যপ্রাণী এবং গ্রাম উচ্ছেদ সংক্রান্ত সরকার কৰ্তৃক পরিচালিত সমীক্ষায় ফোরামের বেজায় আপত্তি। ওই সব আপত্তি সংবলিত ফোরাম রাজ্য সরকারের কাছে একাধিক স্মারকপত্রও জমা দিয়েছে আদিবাসী নেতাদের সংগঠন।

তারা খ্রিষ্টানদের গির্জার পবিত্রতা রক্ষা করে উচ্ছেদ না চালাতে সরকারকে বিবেচনা করার দাবি জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ এবং ভূমি জরিপ অভিযান অব্যাহত রাখায় সম্প্রতি আইটিএলএফ সরকারের সব কার্যক্রম বানচাল করা হবে বলে ঘোষণা করেছিল। গতকাল রাতে সংগঠিত ঘটনা ওই ঘোষণার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *