বারাণসী, ২৮ এপ্রিল(হি.স.) : জাতীয় শিক্ষা নীতি আমাদের পরিবর্তনের পরিবেশ তৈরি করে দিচ্ছে। এই নতুন সময় যার কারণে আমরা বিশ্বের সাথে পা মিলিয়ে চলতে পারি। শুক্রবার একথা বললেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
ডেপুটি গভর্নর সিনহা নতুন শিক্ষানীতিতে সম্ভাবনা অন্বেষণ সংক্রান্ত একটি জাতীয় সেমিনারে ভাষণ দিচ্ছিলেন। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের একাডেমিক কমিটি এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আয়োজিত দুদিনের জাতীয় সেমিনারে ডেপুটি গভর্নর সিনহা নতুন শিক্ষানীতি-২০২০-এর প্রশংসা করতে গিয়ে বলেন, নতুন শিক্ষানীতি আমাদের স্বাধীন চিন্তার সুযোগ দিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষার্থীদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে চিহ্নিত করার জন্য কাজ করা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন পদ্ধতি ত্যাগ করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে এসব সমস্যার সমাধান রয়েছে। এই নীতি মানুষকে বিভক্ত করতে নয়, ঐক্যবদ্ধ করতে কাজ করছে।
সেমিনারে এনআইটি প্রয়াগরাজের পরিচালক অধ্যাপক ড. রমাশঙ্কর ভার্মাও তার মতামত রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন কাশী বিদ্যাপীঠের উপাচার্য অধ্যাপক ড. লিখেছেন আনন্দ কুমার ত্যাগী। তিনি বলেন, নতুন শিক্ষানীতির মাধ্যমে আমাদের জ্ঞানের ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে আমরা আমাদের জ্ঞান ঐতিহ্যের মাধ্যমে সর্বাধিক মানুষের উপকার করতে পারি।