কলকাতা, ২৭ এপ্রিল (হি স)। কালিয়াগঞ্জে ছাত্রীকে ‘ধর্ষণ করে খুনে’র অভিযোগ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সেই মামলায় সিবিআই তদন্ত ও পরিবারকে নিরাপত্তার দেওয়ার দাবি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই শুনানিতে এদিন রাজ্যের তরফে জানানো হয়, কিশোরীর দেহে বিষক্রিয়া হয়েছে, কিন্তু ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। যে কিশোর নিখোঁজ হয়েছিল সে থানায় এসে আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় পুলিশের ভুল স্বীকার করে নিয়েছে রাজ্য। ৪ পুলিশ কর্মীকে যে সাসপেন্ড করা হয়েছে তাও আদালতে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে পরিবারের দাবি, তাঁদের মেয়ের দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। রোজ হুমকি দেওয়া হচ্ছে তাই পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে পরিবার।