ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।।
পশ্চিম জেলার প্রাধান্যকে খর্ব করে দু-বিভাগে রাজ্য সেরা খোয়াই মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-১৭ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায়। মহকুমার সরকারি স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে হয় বালক এবং বালিকাদের ফাইনাল ম্যাচ। দুবিভাগেই কার্যত একতরফা খেলে খেতাব জয় করে নেয় উদ্যোক্তা মহকুমা। বালক বিভাগে খোয়াই জেলা ১-৭ গোলে গোমতি জেলাকে এবং বালিকা বিভাগে কোয়াই জেলা ১৮-১ গোলে পশ্চিম জেলাকে বিধ্বস্ত করে রাজ্য সেরার খেতাব জয় করে। এর আগে সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ হয়। বালক বিভাগে গোমতি জেলা ১৩-৪ গোলে পশ্চিম জেলাকে এবং বালিকা বিভাগে পশ্চিম জেলা ৮-৫ গোলে সিপাহীজলা জেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছিলো। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ক্রীড়ামোদিদের মধ্যে।

