আগরতলায় ভারত-বাংলা বৈশাখী মৈত্রী শোভাযাত্রা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ জারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে লোকসংসৃকতির ভাবধারায় ভারত-বাংলা বৈশাখী মৈত্রী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ শোভাযাত্রাটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ তিনি বলেন, এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো ভারত এবং বাংলাদেশ সংসৃকতি তুলে ধরা৷ এর পাশাপাশি পর্যটন কেন্দ্রের প্রচার করা৷ এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে দু’’দেশে মৈত্রী আরো বেশি সুদীঢ় হবে৷ অর্থাৎ যে উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেটা সফল হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র৷