পঞ্চভূতে বিলীন হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল


চণ্ডীগড়, ২৭ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। গত ২৫ এপ্রিল মোহালির ফোর্টিস হার্ট হাসপাতালে মারা যান বাদল।

বুধবার রাতে বাদলের মরদেহ তাঁর নিজ গ্রামের বাড়িতে রাখা হয়। যেখানে হাজার হাজার মানুষ তাঁকে শ্রদ্ধা জানান। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নড্ডা, জাতীয়তাবাদী কংগ্রেস সুপ্রিমো শরদ পাওয়ার, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, পঞ্জাবের মন্ত্রিপরিষদ মন্ত্রী আমান অরোরা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হরিয়ানা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীপেন্দর হুডা, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদলকে শ্রদ্ধা জানান। পঞ্জাব ভূপিন্দর সিং হুডা, পঞ্জাব বিধানসভার বিরোধীদল নেতা প্রতাপ সিং বাজওয়া, কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়াডিং, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী চৌধুরী রঞ্জিত সিং, পঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়া, পঞ্জাব রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত, পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী ডঃ বালজিৎ কৌর, শিরোমনি গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এইচ এস ধমি, পঞ্জাব বিজেপির সভাপতি অশ্বানি শর্মা, জাতীয় সম্পাদক তরুণ চুগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ বাদল গ্রামে যান।
শেষ দর্শন শেষে বাদলের মরদেহ নিয়ে যাওয়া হয় তার খামারবাড়িতে স্থাপিত শ্মশানে। পথে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে বাদলকে শেষ বিদায় জানান। এখানে পঞ্জাব পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। এর পরে, প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর বাদল, নাতি অনন্তবীর বাদল, ভাগ্নে মনপ্রীত বাদল আগুন শেষকৃত্য সম্পন্ন করেন।