আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : আবারও ফল প্রকাশের দাবিতে টিআরবিটির কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন এসটিজিটি পরীর্ক্ষাথীরা। তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং এসটিজিটির ২০২২ এর বিজ্ঞপ্তি অনুযায়ী জনজাতিদের ১৭২ টি আসন থেকে বঞ্চিত না করা হোক।
জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ৯ মাস অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। ২৩০টি আসনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল সরকার। কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে।
তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু টিআরবিটি নিয়োগ করছে না। তাই আজ আবারও ফল প্রকাশের দাবিতে টিআরবিটির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।
এসটিজিটি ২০২২–এর বিজ্ঞপ্তি অনুযায়ী জনজাতিদের জন্য ১৭২ টি আসন সংরক্ষিত আছে। ওই আসন থেকে তাঁরা যেন বঞ্চিত না হয় সেই দাবিও জানিয়েছেন তাঁরা।

