দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিলচরে বন্যা মকড্রিল এর আয়োজন


শিলচর (অসম) ২৭ এপ্রিল (হি.স.) : জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বৃহস্পতিবার শিলচরে বন্যা মক ড্রিল আয়োজন করেছে।

কামরূপ (মেট্রো ) সহ রাজ্যের মোট আটটি জেলায় এই মকড্রিল অনুষ্ঠিত হয় । এর মধ্যে রয়েছে কাছাড়, কামরূপ মেট্রো ও গ্রামীণ, নলবারী, ধুবড়ি, দরং, লক্ষীমপুর এবং নগাও জেলা ।

এই মকড্রিল এ শিলচরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়, এরমধ্যে রয়েছে বিভিন্ন গ্রাম এবং শহরের বিভিন্ন ওয়ার্ড সমূহ । শিলচরের শহরতলী এলাকা বেতুকান্দি , করাতিগ্রাম, শিমুলতলা এবং মধুরাঘাট এলাকাগুলিতে বন্যার ক্ষয়ক্ষতির সময়ে মানুষকে কিভাবে উদ্ধার করা যেতে পারে এর উপর এই মকড্রিল অনুষ্ঠিত করা হয় । পরে বিকেল ৩-৩০ মিনিটে জেলা উপায়ুক্তের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয় । এতে কাছাড় জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার যুবরাজ বড়ঠাকুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এই মগড্রিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন ।