মেলাঘর মোটরস্ট্যান্ডে দুসৃকতিদের আক্রমণে গুরুতর অহত কংগ্রেস কর্মী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ মেলাঘর মোটর স্ট্যান্ডে আক্রান্ত হল এক কংগ্রেস কর্মী৷ আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম আবুল হোসেন৷ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  উত্তেজনা বিরাজ করছে৷  মেলাঘর মোটরস্ট্যান্ডে কংগ্রেস কর্মী আবুল হোসেনকে আক্রমণ করেছে  দুষৃকতিকারী৷  ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর লাল মিয়া চৌমুহনী সংলগ্ণ এলাকার  মৃত আলী মিয়ার ছেলে আবুল মিয়া মেলাঘর মোটরস্ট্যান্ডে  চায়ের দোকানে বসে চা খাচ্ছিল৷ ঠিক ওই সময়ে পিছন দিক থেকে এসে আবুল হোসেনকে দুষৃকতিকাররা এলোপাথাড়ি কিল, ঘুষি,লাথি ও কাঠের টুকরো দিয়ে মারতে থাকে৷ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে  কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোক উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে৷  এ বিষয়ে দুষৃকতিকারীদের বিরুদ্ধে নাম ধাম দিয়ে মেলাঘর থানা মামলা করা হয়েছে৷ তবে সে একজন কংগ্রেসের  একনিষ্ঠ কর্মী৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷