দেহরাদুন, ২৭ এপ্রিল(হি.স.) : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে ডোভালের বৈঠককে নিরাপত্তার পাশাপাশি রাজ্যের উন্নয়নের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নিরাপত্তার দিক থেকে উত্তরাখণ্ড খুবই গুরুত্বপূর্ণ। এর আন্তর্জাতিক সীমান্ত চিন, নেপালের সাথে।
এর আগে, মুখ্যমন্ত্রী ধামি এনএসএ ডোভালকে তার বাসভবনে স্বাগত জানান এবং তারপরে তাঁকে অতিথি কক্ষে নিয়ে যান এবং তার সুস্থতার খোঁজ নেন।