ধর্মনগর:- ১৭৯/২(২০)
বিলোনিয়া:- ২৫/১০(১২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। শেষ ম্যাচে সান্তনার জয় ধর্মনগরের। প্রথম ম্যাচে সদর-এ দলের কাছে হারটা-ই তাদেরকে পিছিয়ে দিয়েছে। পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে লংতরাইভ্যালি ও আজ বিলোনিয়াকে হারিয়ে ধর্মনগর মুখ্যত গ্রুপ রানার্স হয়েছে। যদিও এই খেতাব সান্ত্বনা স্বরূপ। কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সদর-এ যথারীতি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ধর্মনগর আজ বুধবার নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়া দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। টস জিতে ধর্মনগর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে টুম্পা দাসের ছিয়াশি রান এবং পৌলমী পালের পঞ্চান্ন রান বেশ উল্লেখযোগ্য। টুম্পা ৬৭ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৬ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১২ ওভারে মাত্র ২৫ রানে ইনিংস গুটিয়ে নেই। ধর্মনগরের পূজা পাল ৪ রানে চারটি, টুম্পা দাস দুই রানে তিনটি এবং সেবা মালাকার ৬ রানে দুটি উইকেট তুলে নেয়।