আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : জি বি হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়েছে দুই বছরের এক শিশুকে। এমনটাই অভিযোগ তুলেছেন শিশুর পরিবারের সদ্যসরা। কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে দুই দিন যাবৎ ভর্তি ছিল ওই শিশু। এ অবস্থায় সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
শিশুর পিতা হারুন রশিদ জানিয়েছন, দুই বছরের শিশুটি কিডনির সমস্যায় আক্রান্ত রয়েছে। দীর্ঘদিন যাবৎ কৈলাসহর হাসাপাতালে দেখানো হয়েছিল। পরর্বতী সময়ে কৈলাসহর থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় এসেছিলেন তাঁরা।
তিনি বলেন, তাঁর সন্তানকে আগরতলায় এক চিকিৎসকে দেখানোর পর জিবি হাসপাতালে ভর্তি হাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই মোতাবেক তাকে রবিবার হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু ৭২ ঘন্টায় জিবি হাসপাতাল থেকে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আজ সকালে হঠাৎ হাসপাতাল থেকে তাঁর সন্তানকে ছুটি দেওয়া হয়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

