বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারণা! দুর্গাপুরে দিল্লি পুলিশের জালে ধৃত ৩ যুবক

দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি. স.) বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি পুলিশের জালে ধরা পড়ল দুর্গাপুরের তিন যুবক। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের ৩ দিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গেল পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম দীপঙ্কর আঁকুড়ে, অনিকেশ দাস ও অর্ঘ্য মজুমদার দুর্গাপুর কোকওভেন থানার বীরভানপুর ও ডিপিএলের ক্ষুদিরাম কলোনীর বাসিন্দা। মঙ্গলবার রাত্রে ওই তিন যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
অভিযোগে জানা গেছে, ধৃত দীপঙ্কর আঁকুড়ে ও অনিকেশ দাসের কাছ থেকে সিম কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা চক্র চালাত অর্ঘ্য মজুমদার। দুটি সিম কার্ড থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ফোন কল করা হয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালে ১১ই মার্চ দিল্লি সাইবার ক্রাইম থানায় আর্থিক প্রতারনার একটি অভিযোগ দায়ের হয়। প্রতারকদের বিরূদ্ধে ৪২০/১২০ বি ধারায় মামলা রুজু করে দিল্লি সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃতদের বিরূদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশের ধারনা, এই তিন যুবক জামতাড়া গ্যাঙের সঙ্গে মিলে তারা এই অপরাধ সংগঠিত করত। সম্প্রতি, দিল্লি পুলিশের আধিকারিক জয়দেব মোড়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল দুর্গাপুরে আসে। কোকওভেন থানা এলাকা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে। প্রতারনা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশ মুখ খুলতে রাজি হয়নি। তবে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক দিল্লি পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *