নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ফের দিল্লি এমসিডি-র মেয়র নির্বাচিত হয়েছেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি পৌর নিগমের মেয়র নির্বাচিত হয়েছেন শেলি ওবেরয়। গ্রেটার কৈলাসের কাউন্সিলর ও বিজেপি প্রার্থী শিখা রাই মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর দিল্লি এমসিডি-র মেয়র নির্বাচিত হয়েছেন আপ-এর শেলি ওবেরয়।
ডেপুটি মেয়র পদের জন্য মনোনয়ন জমা দেওয়া বিজেপি প্রার্থী সোনি পান্ডেও মনোনয়ন প্রত্যাহার করেছেন। দিল্লি পৌর নিগমের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন এ মহম্মদ ইকবাল। দিল্লি পৌর নিগমের নির্বাচিত মেয়র ও ডেপুটি মেয়রকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

