বিলোনিয়া পুলিশ কর্মীর হাতে আক্রান্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুলিশ কর্মীর হাতে আক্রান্ত এক ব্যক্তি৷  তার নাম সুবিকানন্দ ত্রিপুরা৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিলোনিয়ার চিত্তামারা পুরান বাজার এলাকায় পারিবারিক বিবাদের জেরে প্রাণঘাতি হামলায় গুরুতর জখম সুবিকানন্দ ত্রিপুরা নামে এক যুবক৷  আক্রমণকারী ধনীরাম ত্রিপুরা পেশায় পুলিশ কর্মী৷ আক্রমণের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী প্রমিলা ত্রিপুরাকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় সুবিকানন্দ ত্রিপুরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রশ্ণ আইনের রক্ষক হয়ে কিভাবে আইনকে নিজের হাতে তুলে নিতে পারে পুলিশ কর্মী ধবনিরাম ত্রিপুরা৷ এ বিষয়ে বিলোনিয়া থানায় অভিযোগ জানানো হয়েছে৷ যদিও সম্পর্কে সুবিকানন্দ ত্রিপুরা এবং ধনীরাম ত্রিপুরা জেঠতুতু এবং খুড়তুতো  ভাই৷  রক্তাক্ত অবস্থায় সুবিকানন্দ ত্রিপুরা এবং তার স্ত্রী প্রমিলা ত্রিপুরা অভিযুক্ত ধনিরাম ত্রিপুরার শাস্তির দাবি জানায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই৷