বীরভূম, ২৫ এপ্রিল (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোটা বলে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ২০২০-র ৬ জানুয়ারি লাভপুরের জনসভায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ‘মাথামোটা’ বলে চিহ্ণিত করেন অনুব্রত মণ্ডল। সেবছর ২৩ ডিসেম্বর অমিত শাহকে ‘মোটাভাই’, ‘হণুমান’ বলে কটাক্ষ করেন সাংসদ সৌগত রায়।‘‘ কাঁথির জনসভায় সৌগতবাবু বলেন, “মোটাভাই, হনুমান অমিত শাহ লাফিয়ে লাফিয়ে আসছেন। এখানে এখানে খাবলে খাচ্ছেন। যে কৃষকের বাড়িতে খাচ্ছেন তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলছেন না।“
মঙ্গলবার বীরভূমের মাড়গ্রাম হাতিবাঁধ মোড়ে সভা করেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে লোক এনেছিলেন অমিত শাহ। বলেছেন এখানে অপারেশন করে ঝড়খণ্ডে পালিয়ে যাও। মোটা মানুষটা সিউড়িতে এসে বলছেন, এবার ৩৫ টি আসন পাবেন! বুদ্ধবাবুও বলেছিলেন, তোমরা ৩০ আমরা ২৩৫। তাঁরা এখন ফিনিশ।” ফিরহাদের কথায়, “বিজেপি-কংগ্রেস সেটিং চলছে। কিছুদিনের জন্য বোকা বানানো যায়। দীর্ঘদিন ধরে নয়। দরকারে আমাকে মারো। গরিবদের মারবে না।
এদিন ইডি-সিবিআই প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন, “একদিকে টাকা দিয়ে হামলা করছে অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি। যেন সাঁড়াশি আক্রমণ। তবে জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের আটকাতে পারবে না। ভগবানের দেখানো পথেই মমতা এগোচ্ছে। ফিরহাদ বলেন, “সন্ত্রাস শেষ কথা বলবে না। লড়াই বিরোধীদের বিভাজনের নীতির সঙ্গে। হিজাবের সঙ্গে সিঁদুর পরে বসে থাকবে। টুপির সঙ্গে তিলকধারী বসে থাকবে। কিন্তু তাও বোমা গুলি চলবে না।” অর্থাৎ ধর্মের হানাহানি ভুলে একজোট হয়ে বাংলার উন্নয়নের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি।

