বুধবার অ্যাডভান্টেজ হেলথ কেয়ার ইন্ডিয়ার ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি.স.) :আগামীকাল বুধবার প্রগতি ময়দানে ভার্চুয়াল মাধ্যমে অ্যাডভান্টেজ হেলথকেয়ার ইন্ডিয়া (এএইচসিআই) ২০২৩-এর ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ১০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য মন্ত্রকের মতে, দু’দিনের ইভেন্টের লক্ষ্য একটি স্থিতিস্থাপক বৈশ্বিক স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে বিশ্বব্যাপী সহযোগিতা এবং অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং সুস্থতা পরিষেবার জন্য একটি নেতৃস্থানীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটি ভারতের জি-২০ প্রেসিডেন্সির থিম ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ এর সাথে সঙ্গতিপূর্ণ এবং এর নাম দেওয়া হয়েছে ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য – অ্যাডভান্টেজ হেলথকেয়ার ইন্ডিয়া ২০২৩’। এটি অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতার সুযোগ তৈরি করবে।