নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.) : গুরুতর অসুস্থ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার স্ত্রী সীমা। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় সীমাকে দিল্লির ইন্দ্রপ্রস্থ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, সীমার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তিনি জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। ফেব্রুয়ারি মাসে আপ নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই। তার পর থেকে তিনি জেলে রয়েছেন। জেলে গিয়ে সিসোদিয়াকে দ্বিতীয় বার গ্রেফতার করেছে ইডিও।