চণ্ডীগড়, ২৫ এপ্রিল(হি.স.) : মঙ্গলবার পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং অমৃতসরে চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চার কেজি হেরোইন উদ্ধার করেছে।
জানা গিয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স সীমান্তের ওপার থেকে হেরোইনের চালান আসার খবর পায়। এরপর লোপোকে এলাকায় বিশেষ নাকা তল্লাশি বসানো হয়। তিন সন্দেহভাজন কক্করের বাসিন্দা গুরদেব সিং, বাচিউইন্ডের বাসিন্দা গুরলাল সিং এবং মোড গ্রামের বাসিন্দা যতিন্দর সিং মোটরসাইকেলে যাওয়ার সময় তাদের থামানো হয়। তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তের কাছ থেকে চার কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এর দাম প্রায় ২৮ কোটি টাকা।
পুলিশের সন্দেহ, গ্রেফতার হওয়া তিন অভিযুক্তদের সঙ্গে পাকিস্তানি চোরাকারবারিদের সম্পর্ক রয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।