BRAKING NEWS

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে হটাতে নির্বাচনে লড়ব: নীতীশ কুমার

লখনউ, ২৪ এপ্রিল(হি.স.) : দেশকে এগিয়ে নিতে কোনো কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে, আমরা সারা দেশে সমস্ত দলকে একত্রিত করব এবং আমরা বিজেপি থেকে মুক্তি পেতে একত্রিত হচ্ছি। সোমবার সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে লখনউ পৌঁছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এসব কথা বলেছেন।

সপা সদর দফতরে সাংবাদিক সম্মেলন করার সময় নীতীশ কুমার অভিযোগ করেন, বিজেপি সরকার কাজের পরিবর্তে কেবল প্রচার করছে। আসন্ন লোকসভা নির্বাচনে সব দল একসঙ্গে নির্বাচনে লড়লে সুবিধা হবে। এর মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে বেরিয়েছি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ বলেন, আমরা নিজেদের জন্য কিছু চাই না। বিজেপিকে হটাতে আমরা সবার সঙ্গে আছি এবং দেশের স্বার্থে কাজ করব।

এর আগে, সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সভাপতি অখিলেশ যাদব বলেন, আমরা গণতন্ত্র বাঁচাতে এবং ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে দিতে একত্রিত হচ্ছি। তিনি বলেন, আমাদের সম্পর্ক আগের চেয়ে ভালো। সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বেন এবং বিজেপিকে হটাতে কাজ করবেন। অখিলেশ ও নীতীশের যৌথ আলোচনার সময় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *