মনিপুরে চিন্তন শিবিরে ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে বিশেষ উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। অঙ্গীকার প্রচুর। এখন সেগুলো বাস্তবায়িত হলে সত্যিই নিঃসন্দেহে ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসার ঘটবে প্রত্যাশিতভাবেই। দুই দিনের গুরুত্বপূর্ণ চিন্তন শিবির শুরু হয়েছে মণিপুরের ইম্ফলে। চলবে আগামীকাল পর্যন্ত। উত্তর-পূর্বে খেলাধুলা সংক্রান্ত চলমান উদ্যোগগুলি যথেষ্ট অনুপ্রেরণা স্বরূপ‌। ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ক্রীড়া পরিকাঠামো সম্পর্কিত প্রকল্প গুলো আজ উত্তর-পূর্বের উন্নয়নে একটি নতুন দিক নির্দেশ দিচ্ছে। উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথাগুলো ব্যক্ত করার পাশাপাশি ইম্ফলে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে যেমন দেশের যুবকদের নতুন সুযোগ দেবে, তেমনি উত্তর-পূর্বের প্রতিটি জেলায় কমপক্ষে দুটি খেলো ইন্ডিয়া কেন্দ্র এবং প্রতিটি রাজ্যে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হচ্ছে বলেও তিনি ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ এই চিন্তন শিবিরে ত্রিপুরার যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ দেশের প্রায় সব কটি রাজ্যের ক্রীড়া মন্ত্রীও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও তাতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বোধনের মধ্য দিয়ে মনিপুরে শুরু হওয়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রিসমূহের দুই দিবসীয় চিন্তন শিবিরের প্রথম দিনে আজ, সোমবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার সুযোগ পেয়েছেন‌। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে তহবিল বাড়ানো, বিদ্যালয় স্তরে খেলাধুলাকে আরো বেশি উৎসাহিত করা, বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সমন্বয় সাধন, বালিকাদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো, পেশাদারিত্ব, প্রযুক্তির ব্যবহার ও প্রতিযোগিতামূলক আসরের উপর জোর দেওয়া সহ অন্যান্য বিষয়ের উপর ক্রীড়া মন্ত্রী শ্রীরায় আলোকপাত করেন। ত্রিপুরায় ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আগামী দিনে এই বিষয় সমূহ অনেকটা সহায়ক হবে বলে ক্রীড়া মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *