BRAKING NEWS

মঙ্গলবার হাইলাকান্দির ছয়টি পঞ্চায়েত কার্যালয়ে জন সুরক্ষার বিভিন্ন পরিষেবা প্রদান

হাইলাকান্দি (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার হাইলাকান্দি জেলার ছয়টি গ্রাম পঞ্চায়েতে জনসুরক্ষার অধীনে জনসাধারণকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এই ছয়টি পঞ্চায়েত যথাক্রমে বড়বন্দ, চন্দ্রপুর, রাজ্যেশ্বরপুর, জোসনাবাদ-উমেদনগর, আয়নাখাল, লালামুখ।

আগামীকাল মঙ্গলবার ওই ছয় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে শিবির আয়োজন করেছে জেলাপ্রশাসন। মূলত জেলা প্রশাসনের উদ্যোগে এবং লিড ব্যাংকের ব্যবস্থাপনায় ওই শিবিরের আয়োজন করা হয়েছে। জনসাধারণকে অনুষ্ঠেয় শিবিরগুলির সুযোগ-সুবিধা নিতে আহ্বান জানিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *