হরিদ্বার, ২৪ এপ্রিল (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হতে চলেছে, ২৫ এপ্রিল (মঙ্গলবার) পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে চারধাম যাত্রার অন্যতম প্রধান আকর্ষণ কেদারনাথ ধাম। ২৫ এপ্রিল থেকেই বাবা কেদারনাথের দর্শন করতে পারবেন ভক্তরা। পায়ে হেঁটে ছাড়াও ভক্তরা চাইলে হেলিকপ্টারের মাধ্যমেও পৌঁছতে পারবেন কেদারনাথ ধামে।
চারধাম যাত্রার জন্য প্রতি বছর অধীর অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। ইতিমধ্যেই যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার ২৫ এপ্রিল থেকেই বাবা কেদারনাথের দর্শন করতে পারবেন ভক্তরা। আবার পুণ্যার্থীদের জন্য আগামী ২৭ এপ্রিল উন্মুক্ত হতে চলছে বদ্রীনাথ মন্দির।

