বিশালগড়ে মর্গে টাকার জন্য মৃতদেহ আটকে রাখার অভিযোগ ডোমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ময়না তদন্তের পর অর্থ দাবি করে মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতালের ডোমের বিরুদ্ধে৷ এনিয়ে মৃতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে ডোমের বচসা হয়৷বিশালগড় মহকুমার ঘনিয়ামারা এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষ৷ পেশায় তিনি নেহালচন্দ্রনগর বাজারের ব্যবসায়ী৷ অভিযোগ বহু বছর ধরে এলাকারই এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বিষ্ণু ঘোষের৷ এনিয়ে পারিবারিক ঝামেলা প্রায়শই লেগে থাকতো৷ অবশেষে রবিবারেও ঝামেলা হয় ছেলের সঙ্গে বিষ্ণু ঘোষের৷ এমনকি অবৈধ সম্পর্ক থাকা মহিলার সঙ্গেও৷ শেষে রাতের বেলা স্ত্রী ছেলে- মেয়েকে  ঘর থেকে বের করে দেন বিষ্ণু ঘোষ৷ পরে নিজ ঘরেই ফাসিতে আত্মঘাতী হন৷  ঘটনা পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷সোমবার পুলিসের উপস্থিতিতে মৃতদেহের ময়না তদন্ত হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ অভিযোগ ময়না তদন্তের পর ডোম ৩ হাজার টাকা দাবি করে বসেন৷ টাকা না দিলে মৃতদেহ দেওয়া হবে না বলেও জানান৷ কিন্তু পরিবারের পক্ষে এতো টাকা দেওয়া অসম্ভব৷ এই অবস্থায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন৷ তাঁদের সঙ্গে ডোমের বচসাও হয়৷ পরে প্রায় অর্ধেক টাকা দিয়ে মৃতদেহ নিয়ে যান মৃতের পরিবারের লোকজন ও এলাকাবাসী৷
এদিকে  সামাজিক অবক্ষয়ের করুণ পরিণতিতে ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ অন্যদিকে হাসপাতালে মৃত ব্যক্তির পরিবারের কাছে সরকারি হাসপাতালের ডোমের বেআইনি ভাবে টাকা দাবি করার ঘটনা ঘিরেও লোকজনের মধ্যে ক্ষোভ ছড়ায়৷