কলকাতা, ২৪ এপ্রিল(হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে নবজোয়ার আনতে সোমবার কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়ে গেলেন, এই ধরনের কর্মসূচি ভারতীয় রাজনীতিতে এই প্রথমবার নেওয়া হল ৷ এতদিন নিজের ভোট নিজে দিন, এই স্লোগান শোনা গিয়েছে ৷ এবার মানুষ নিজেই নিজের প্রার্থী বাছবেন ৷
প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলার শাসক দলের তরফে নতুন এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচিতে আগামিকাল, মঙ্গলবার থেকে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন৷ যার সূচনা হচ্ছে কোচবিহার থেকে ৷ সেই কারণেই আজ, সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা ৷ আগামী দু’মাস তাঁর এই কর্মসূচি চলবে ৷ কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরবেন অভিষেক ৷
এদিন অভিষেক বলেন, ‘‘কাকতালীয়ভাবে আজই জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস ৷ আমি কোচবিহার থেকে আজ এই প্রচারাভিযান শুরু করব ৷ প্রথমে আমি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সরাসরি দিনহাটায় যাব ৷’’ একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে কেন কোচবিহার থেকে তিনি এই কর্মসূচি শুরু করছেন ৷ তিনি জানান, বাংলাদেশ সীমান্তে একেবারে শেষ গ্রাম থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করতে চলেছেন ৷ একই সঙ্গে বাংলাকে উত্তর ও দক্ষিণবঙ্গে ভাগ করার তিনি বিরোধী বলে অভিষেক দাবি করেন ৷