সিউড়ি, ২৩ এপ্রিল(হি.স.) : রবিবাসরীয় সকালে বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার হল সাধুর ঝুলন্ত দেহ । সিউড়ির পুরন্দরপুরের বেহেরা কালীতলা এলাকায় সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় । তাঁকে কেউ বা কারা খুন করে দেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পরিবারের।এই ঘটনায় এক সাধিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।
মৃতের নাম স্বামী ভবানন্দ ওরফে ভুবন মণ্ডল। সাধুর মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। তাঁকে কেউ বা কারা খুন করে দেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পরিবারের। তবে পুলিশের দাবি, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট ও সোনার আংটি। সাধুর এহেন মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা প্রবল উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মন্দির সংলগ্ন জঙ্গলের ভিতরে বসবাসকারী এক সাধিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।
আদৌ তিনি আত্মঘাতী হয়েছেন নাকি হত্যা করা হয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ”দাদার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে তদন্তের দিশা ঠিক করা হবে।”