রামকৃষ্ণনগর সমবায় সমিতির নির্বাচন আগামী ৭ মে

রামকৃষ্ণনগর (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর সমবায় সমিতির সাধারণ সভা ও নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। স্থানীয় রামকৃষ্ণ শিশু সদন এলপি স্কুলে ওইদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা অবধি অনুষ্ঠিত হবে সাধারণ সভা। এছাড়া দুপুর ১২টা থেকে চারটা অবধি অনুষ্ঠিত হবে নির্বাচন।

সমিতি কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। তিনি জানান, এবারের নির্বাচনে মোট ২,৪৭৮ জন শেয়ারহোল্ডার ১৫ জন শেয়ারহোল্ডারকে নির্বাচিত করবেন। তাঁদের মধ্যে রয়েছেন সবল শ্রেণির চারজন, দুর্বল শ্রেণির আট জন, মহিলা সংরক্ষিত দুজন এবং তফশিল জাতির একজন সদস্য। আগামী ৯ মে সকাল দশটা থেকে রামকৃষ্ণনগর ব্লকের অডিটরিয়ামে ভোট গণনা হবে।