পঞ্জাব থেকে ডিব্রুগড় জেলে পাঠানো হল খালিস্তানপন্থী ধৃত নেতা অমৃতপালকে

চণ্ডীগড়, ২৩ এপ্রিল(হি.স.) : আজ রবিবার সকালে মোগার রোদে গ্রাম থেকে গ্রেফতার হওয়া অমৃতপালকে অসমের ডিব্রুগড় জেলে পাঠাল পঞ্জাব পুলিশ। রোদে গ্রাম থেকে আগে অমৃতপালকে মোগায় নিয়ে আসা হয়। রাত থেকেই মোগায় আইজি গোয়েন্দাসহ পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ অমৃতপালকে জিজ্ঞাসা করা প্রশ্নের বিবরণ প্রস্তুত করেছিল। যদিও বেশিরভাগ প্রশ্নের উত্তর দেননি অমৃতপাল। এর পরে, কাগজপত্র শেষ করার পরে অমৃতপালকে নিয়ে পুলিশ সড়কপথে বাটিন্ডায় পৌঁছায়। এখান থেকে তাকে ডিব্রুগড়ে পাঠানো হয়।
অমৃতপালকে গ্রেফতার করার পর পঞ্জাব পুলিশ সতর্কতা জারি করেছে। রাজ্যের সব সীমান্ত জেলায় ব্লক বসানো হয়েছে। পঞ্জাবের সব ধর্মীয় স্থানের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক স্থানে অভিযান চালানো হচ্ছে।

পঞ্জাবের পুলিশ মহাপরিচালক গৌরব যাদব পঞ্জাবের জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, পঞ্জাব পুলিশ বেশ কয়েকদিন প্রচারের পর অমৃতপালকে গ্রেফতার করেছে। পঞ্জাবের মানুষ শান্তি বজায় রাখুক। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।