হোজাই (অসম), ২৩ এপ্ৰিল (হি.স.) : লামডিং পুলিশের এক অভিযানে গ্ৰেফতার করা হয়েছে ১৬ জন জুয়াড়িকে। ধৃত জুয়াড়িদের প্রেরণ করা হয়েছে জেল হাজতে।
জানা গেছে, লামডিং পুলিশ থানার ওসি চন্দনজ্যোতি বরার নেতৃত্বে পরিচালিত অভিযানে লামডিং রেলওয়ে ক্রসিং গেট বাজার এলাকায় জুয়া খেলার সময় চার জনকে এবং ন’খুটি এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক লামডিং এলাকার চারজন যথাক্রমে শুভঙ্কর দেবনাথ, রাজু দাস, প্রেমা বৈদ্য এবং বিশ্বজিৎ পাল। অন্যদিকে ন’খুটি খাগরিজান এলাকা থেকে আটকাধীনরা যথাক্রমে আব্দুল বাতিন, সাদ্দাম হুসেন, আরশাদ আলি, আবুত আলিম, হাবিল উদ্দিন, রশিদ আলি, আমির উদ্দিন, ইব্ৰাহিম আলি, হবিবুর রহমান, আব্দুল সত্তার, মকবুল আলি এবং রমজাত আলি৷
ধৃতদের কাছে থেকে নগদ ২,৮২০ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনটি মোবাইল হ্যান্ডসেট ও দু জোড়া তাসের বান্ডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির ১৩/১৪/এ ধারায় ১০১/২০২৩ এবং ১০২/২০২৩ নম্বরে মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের হোজাইয়ে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে ১৬ জুয়াড়িকে জেল হাজতে পাঠানো হয়েছে।