লালা (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : শনিবার গভীর রাতে কালবৈশাখীর তাণ্ড ব্যাপক ক্ষতিসাধন হয়েছে হাইলাকান্দি জেলার লালা চা বাগান এলাকার বিভিন্ন প্রান্তে। ক্ষতি হয়েছে চা বাগানেরও। বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
বিশেষ করে ক্ষতি হয়েছে আয়নাখাল লালটিলা এলাকায়। বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিবাহী তারের ওপর ভেঙে পড়েছে গাছ। কয়েকটি বাড়ির চালও উড়িয়ে নিয়ে গেছে তুফান। গৃহহীন হয়ে পড়েছেন বাগানের অনেক চা শ্রমিক। চা বাগানের ছায়া দানকারী গাছ ভেঙে পড়ারও খবর পাওয়া গেছে।
শিলাবৃষ্টিতেও অসংখ্য ঘরের টিনের চাল ঝাঝড়া হয়ে গেছে। জানা গেছে, রাতে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সাথে শুরু হয় ভারি শিলা বৃষ্টি। আর এতে বাগান এলাকার পাকা, কাঁচা ও আধকাঁচা প্রায় ৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে।