আজ ভোরে পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে চারজন হত

মুম্বই, ২৩ এপ্রিল(হি.স.) : মহারাষ্ট্রের পুনেতে আজ রবিবার ভোর ৩টার দিকে পুনে-বেঙ্গালুরু মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট বাসের মধ্যে সংঘর্ষে চারজন মারা গিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন। বাসের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। পুলিশের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে

পুলিশ জানিয়েছে, ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষের পর লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো গাড়ি থেকে বের করে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।